শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল সাত প্রাণ  

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল সাত প্রাণ  

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নোয়াখালীর বেগমগঞ্জে দুই সহোদরসহ তিনজন, কিশোরগঞ্জের করিমগঞ্জে শিক্ষকসহ দুজন, গাজীপুরের শ্রীপুরে শিশু শিক্ষার্থী ও কক্সবাজারের চকরিয়ায় এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বেগমগঞ্জ (নোয়াখালী) : বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই সহোদরসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোট ভাই মোহাম্মদ হূদয় (১৮) এবং তাদের জেঠাতো ভাই একই বাড়ির মো. কামাল হোসেনের ছেলে মো. জাহেদ (১৮)।

কাদিরপুর ইউপি চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, সোমবার (৪ সেপ্টেম্বর) কাদিরপুর ইউনিয়নের বড় পোলপৌরনবিবি বাজার সড়কের ঘাটলা হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক ও মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) করিমগঞ্জ সরকারি কলেজের পাশে বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচাপায় নিহত শিক্ষকের নাম হাবিবুর রহমান হাশেম (৪৫)। তিনি ইটনা উপজেলার চৌগাংগা পুরান বাজার ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক। হাশেম চৌগাংগা কমলভোগ গ্রামের হাজী মো. সমির উদ্দিনের ছেলে। নিহত মোটরসাইকেল চালকের নাম মো. সম্রাট (৪২)। তিনি তাড়াইল উপজেলার কাজলা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। সম্রাট ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে নিয়ামতপুর-কিশোরগঞ্জ সড়ক ধরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করিমগঞ্জ সোবহানিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার ডিউটির জন্য যাচ্ছিলেন হাশেম। মোটরসাইকেলটি করিমগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের যাত্রী হাবিবুর রহমান হাশেম ও চালক মো. সম্রাট মারা যান। করিমগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন সড়ক থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) শাহীন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে কুকুরের ভয়ে সড়ক পার হওয়ার সময় অটোরিকশা চাপায় শিশু শিক্ষার্থী সুমাইয়া (৭) নিহত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া গাড়ারন গ্রামের আকরাম হোসেনের মেয়ে এবং গাড়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 
গাড়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজেদা পারভীন জানান, সুমাইয়া সকালে স্কুলে আসে নাই। পরে তার মা মোর্শেদা জানান, সুমাইয়া বাড়ির পাশেই খেলা করছিলো। এসময় ৩/৪ টি কুকুর তার দিকে দৌড়ে আসে। কুকুরের ভয়ে দৌড়ে বরমী থেকে শ্রীপুর সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় ঘটনাস্থালেই সে নিহত হয়। 

শ্রীপুর থানার এসআই অমল চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা মাজার গেট এলাকায় বাসচাপায় ইজিবাইকের (টমটম) যাত্রী মোশাররফ হোসেন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। 

নিহত মোশাররফ হোসেন লামা উপজেলার ফাইতং ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে। গত রোববার রাতে মহাসড়কের চকরিয়ার নলবিলা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, রাতে বানিয়ারছড়া এলাকা থেকে চকরিয়ামুখি দুটি টমটম মহাসড়কের নলবিলা দরগাহগেট এলাকায় পৌঁছলে একমুখি একটি বাস টমটম দুটিকে চাপা দেয়। এসময় টমটম দুটি সড়কের পাশে উল্টে যায়। আহত হয় চালকসহ ৭ নারী পুরুষ। আহতদের মধ্যে মোশাররফ হোসেনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। মোশাররফের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস গাড়িটি পালিয়ে গেলেও খোঁজ নিয়ে তা জব্দ করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ